ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে গুলিতে একই পরিবারের ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
পাকিস্তানে গুলিতে একই পরিবারের ৮ জন নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পেশওয়ারের হাঙ্গু এলাকায় অজ্ঞাত পরিচয় এক অস্ত্রধারী ওই এলাকার একটি বাড়িতে হামলা চালিয়ে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৮ সদস্য নিহত হয়েছেন।



বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার অজ্ঞাত পরিচয় এক অস্ত্রধারী ওই এলাকার একটি বাড়িতে ঢুকে প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এতে একই পরিবারের ৮ জন নিহত হন।

এ ঘটনায় ওই পরিবারের ১ নারী সদস্যও গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় হামলাকারীর নাম পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।