ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জুনে তৃতীয়বারের মতো পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
জুনে তৃতীয়বারের মতো পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা, নিহত ৬ ছবি: সংগৃহীত

ঢাকা: জুন মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়েছে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে।

সর্বশেষ বুধবার সকালে এ ড্রোন হমলা চালানো হয়েছে।



এ ঘটনায় অন্ততপক্ষে ৬ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

দেশটির গণমাধ্যমের তথ্য আনুযায়ি, পাকিস্তানের ওই অঞ্চলটিতে এরআগে পাক সেনাবাহিনী ভিন দেশি ও স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলো।

আর এ হামলার বিষয়ে দেশটির গোয়েন্দাসূত্রের বরাত দিয়ে পাক সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মিরামশার দরগা মান্দি গ্রামের একটি বাড়ির উঠানে ও একটি গাড়ি লক্ষ্য করে ৬টি মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এতে ৬ জন নিহত হন। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে তাদের জঙ্গি সদস্য হিসেবে ধারনা করা হচ্ছে।

এর আগে চলতি মাসে (জুন মাস) উত্তর ওয়াজিরিস্তানে আরো দুই দফা ড্রোন হামলায় অন্ততপক্ষে ১৬ জন নিহত হয়েছে। তাদেরও সন্দেহভাজন জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।