ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
নাইজেরিয়ায় বোমা হামলা, নিহত ১৩

ঢাকা: নাইজেরিয়ায় টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় বোমা হামলায় শিশু-কিশোরসহ মোট ১৩ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাইজেরিয়ার উত্তর-পূর্ব শহর ডামাতরুর একটি এলাকায় মঙ্গলবার রাতে যখন অনেকেই টেলিভিশনে একসঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন, তখন সেখানে একটি বোমা ছুড়ে মারা হয়।

এরপর আততায়ীরা পালিয়ে যান। তবে কেউ কেউ বলেছেন, আত্মঘাতী এক ব্যক্তি এ বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছেন।

এতে শিশু-কিশোরসহ অন্তত ১৩ জন নিহত হন।

কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, এ হামলার সঙ্গে চরম ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জড়িত। চার বছর ধরে এ এলাকায় বোকা হারাম জরুরি অবস্থা জারি করে রেখেছে।

এদিকে, একটি সংবাদ সংস্থার এক প্রতিবেদক জানিয়েছেন, তিনি ডামাতরু জেনারেল সানি আবাচা হাসপাতালে ১৩ জনের মরদেহ দেখেছেন। এদের মধ্যে অনেকেই শিশুও ছিল।

তিনি জানান, এ ছাড়া অন্তত আরো ২০ জন আহতকে চিকিৎসা নিতে দেখেছেন তিনি।

এ ঘটনার পর প্রকাশ্য স্থানে সবাই মিলে বিশ্বকাপ ফুটবল খেলা না দেখার জন্য অনুরোধ জানিয়েছে নাইজেরীয় সরকার, যাতে করে হামলাকারীরা বোমা হামলার সুযোগ না পায়।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৪


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।