ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিরোধীদের গুণ্ডা দিয়ে ধর্ষণের হুমকি এমপির!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
বিরোধীদের গুণ্ডা দিয়ে ধর্ষণের হুমকি এমপির!

ঢাকা: বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার ‍হুমকি দেওয়ার পাশাপাশি তাদের বাড়ি-ঘরে গুণ্ডা লেলিয়ে নারী স্বজনদের ধর্ষণেরও হুমকি দিয়েছেন টালিউডের শক্তিমান অভিনেতা ও লোকসভার তৃণমূল দলীয় সদস্য তাপস পাল!

সোমবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌমাহা গ্রামের একটি সভায় এ হুমকি দেন তিনি। তার এ বক্তব্য স্থানীয় কয়েকটি টেলিভিশন চ্যানেল ও অনলাইনে ছড়িয়ে পড়ার পর কলকাতাসহ নাদিয়া জেলায় উত্তেজনা বিরাজ করছে।



বিরোধীদের হুমকি দিয়ে তাপস বলেন, এখানে যদি কোনো মার্কিস্ট কমিউনিস্ট পার্টির (সিপিএম) কর্মী থেকে থাকো, তবে শোনো, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা তার পরিবারকে আঘাত করার চেষ্টা করো না, তাহলে তার দায় দিতে হবে।

তিনি বলেন, আমি চন্দননগরের ছেলে। কর্মীরাই নেতা তৈরি করে। আমি গুণ্ডাও। যদি কোনো তৃণমূল কংগ্রেসকর্মী আক্রান্ত হয় তবে আমি তোমাদের গুলি করবো। সাহস থাকলে আমাকে থামিও।

একসময়কার পর্দার নায়ক তার সত্যিকারের খলনায়ক চরিত্র তুলে ধরে বলেন, এর আগেও তোমরা আমাকে অনেক বিষয়ে উত্তেজিত করেছো। তোমরা যদি কোনো তৃণমূলকর্মীর মা-মেয়েকে অপমানের চেষ্টা করো, মনে রেখো আমি ভয় পাই না, আমি আমার ছেলেদের ছেড়ে দেবো যেন তারা তোমাদের বাড়ি গিয়ে রেপ (ধর্ষণ) করে ‍আসে। আমি তোমাদের প্রত্যেকটি কাজের উচিত শিক্ষা দেবো।

ভিডিওতে তাপসের বক্তব্য স্পষ্ট বোঝা গেলেও যোগাযোগ করা হলে তাপস পাল অস্বীকার করে বলেন, আমি ‘রেপ’ বলিনি, ‘রেড’ (অভিযান) বলেছি।

অন্যদিকে, তাপস পালের এ বক্তব্যের দায় দল নিতে রাজি নয় বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেরেক ও’ব্রেইন।

অপরদিকে, এ বক্তব্যের প্রেক্ষিতে তাপস পালের লোকসভার সদস্যপদ বাতিল করতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা ব্রিন্দা করৎ।

এ উস্কানিমূলক বক্তব্যের জন্য তাপস পালকে গ্রেফতারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাপসের এমন জঘণ্য বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও।

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।