ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আকাশে খুলে গেল ইউনাইটেড এয়ারের জরুরি দরজা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
আকাশে খুলে গেল ইউনাইটেড এয়ারের জরুরি দরজা!

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারের একটি  উড়োজাহাজ ১০১ জন যাত্রী নিয়ে অ্যাঞ্জেলস থেকে শিকাগো যাচ্ছিল। মাটি থেকে তখন উড়োজাহাজটির উচ্চতা ৩৮ হাজার ফুট।



হঠাৎ করেই খুলে গেল উড়োজাহাজের জরুরি অবতরণ দরজা। ভেতরে বাতাসের চাপ গেল বেড়ে গেল। আর মাত্র ১২ মিনিটের মধ্যে উড়োজাহাজটি নেমে এলো ১১ হাজার ফুট উচ্চতায়।

তখন স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টা।

আসন্ন বিপদ থেকে উড়োজাহাজটি রক্ষা করতে পাইলট তখন জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলেন। তিনি ইউনাইটেড এয়ারের ফ্লাইট১৪৬৩টি ঘুরিয়ে দিলেন কানসাস অঙ্গরাজ্যের ভিচিতা বিমানবন্দর অভিমুখে। উড়োজাহাজটিকে নিরাপদেই জরুরি অবতরণ করাতে সক্ষম হন তিনি। বেঁচে গেলেন উড়োজাহাজে থাকা সবাই।

এ বিষয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, এক যাত্রী উড়োজাহাজটির দরজা খোলার চেষ্টা করছিলেন এবং তিনি ভেবেছিলেন ফ্লাইটটি ছিল ভুয়া।

পরে এয়ারলাইন্স থেকে এক বার্তায় জানানো হয়, ঘটনার সময় ৯৬ জন যাত্রী এবং পাঁচজন ক্রু নিয়ে উড়োজাহাজটি উড়ছিল। তবে জরুরি অবতরণে কারো আঘাত লাগেনি। জরুরি অবতরণের একঘণ্টা পর সব যাত্রী অন্য একটি ফ্লাইটে গন্তব্যে রওয়ানা হয়েছেন।

মাইক স্ক্রোয়েডার নামে এক যাত্রী সাংবাদিকদের জানান, তিনি প্রথমে হিস হিস শব্দ শুনতে পান ও পরে শব্দ হয়ে জরুরি অবতরণের দরজাটি খুলে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।