ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আল-শাবাবের হামলায় সোমালিয়ান এমপি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
আল-শাবাবের হামলায় সোমালিয়ান এমপি নিহত

সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাব দেশটির নামকরা এক এমপি’কে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার রাজধানী মোগাদিসুতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, আহমেদ মোহাম্মদ হায়াডকে চলন্ত গাড়ি থেকে গুলি করে হত্যা করে আল-শাবাব। ঘটনায় তার দেহরক্ষীও খুন হয়েছেন। এছাড়া পার্লামেন্টারি সেক্রেটারি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, গুলির ঘটনাটি ছিল পরিকল্পিত। হায়াডকে অনুসরণ করতে করতে আসা জঙ্গিরা সুবিধাজনক স্থানে এসে তার গাড়ি লক্ষ্য করে গুলি করে।

পবিত্র রমজান মাসে এমন হামলার কথা স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব। আল-শাবাবের মুখপাত্র আবদুল আজিজ হত্যার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, যদি পার্লামেন্ট ত্যাগ করা না হয় তাহলে আমরা অন্য এমপি’দের ওপরও হামলা চালাব।

নিহত হায়াত সাবেক আর্মি কমান্ডার। তার মৃত্যুতে শোকাহত পুরো সোমালিয়া।

২০১১ সালে মোগাদিসুর নিয়ন্ত্রণ হারায় আল-শাবাব। তবে তারা বোমা ও আত্মঘাতী হামলার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আল-শাবাব দীর্ঘদিন ধরে সোমালিয়াকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে লড়াই করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।