ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদের দক্ষিণ থেকে ৫০টি লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
বাগদাদের দক্ষিণ থেকে ৫০টি লাশ উদ্ধার

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ থেকে ৫০টি মৃতদেহ উদ্ধার করেছে, যাদের চোখ ও হাত বাঁধা ছিলো।

বুধবার সকালে হিল্লাহ শহরের পাশের একটি কৃষি এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।



ইরাকি সেনা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান ইব্রাহিম অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগদাদ থেকে ৬০ মাইল দূরে অবস্থিত হিল্লাহ শিয়া অধ্যুষিত একটি শহর।

ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান ইব্রাহিম জানান, যারা হত্যাকাণ্ডের শিকার তাদের গায়ে বুলেটের চিহ্ন রয়েছে। ইরাকি সরকার বিষয়টি তদন্ত করে দেখছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।