ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৬৪ শব্দের নাম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
৬৪ শব্দের নাম!

ঢাকা: মানুষের নাম কত শব্দের হয়? দুই-তিন শব্দ, বড়জোর পাঁচ-দশ। তাই বলে ৬৪ শব্দের নাম!

খুঁজে পাওয়া গেছে দীর্ঘ নামের এমন একজন মানুষ।

২৫ বছর বয়সী এই তরুণ সুইডিশ। তার বাহারি নামটি হলো- ‘কিম জং সেক্সি গ্লোরিয়াস বিস্ট ডিভাইন ডিক ফাদার লাভলি আয়রন ম্যান ইভেন ইউনিক পোহ আন উইন চার্লি ঘোরা খাওস মেহান হানসা কিমি হামবেরো উনো মাস্টার ওভার ড্যান্স শেক বউতি বেপপ রকস্টেডি শ্রেদ্দার কুং উলফ রোড হাউজ গিলগামেশ ফ্ল্যাপ গাই থিও এ*** এইচ*** ইম ইওডা ফাঙ্কি বয় স্ল্যাম ডাক চাক জোরমা জুক্কা ডেক্কা রায়ান সুপার এয়ার অয় রাসেল সালভাদোর আলফোনস মোলগান এক্টা পাপা লং নামেহ এক। ’

তবে তাকে ডাকা হয় সংক্ষিপ্ত ‘পাপা লং নামেহ’ নামে। ইতোমধ্যে সুইডেনের সবচেয়ে বড় নাম হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।
 
খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর আগে পাপা লং নামেহকে স্টকহোমের কাছাকাছি হ্যানিঞ্জে শহরের সবাই জানত ‘আলেকজান্ডার এক’ নামে। ১৮ বছর বয়সে তিনি নাম পরিবর্তন করে বর্তমান নামটি গ্রহণ করেন।

সুইডেনের আঞ্চলিক পত্রিকার খবর, তিনি এ পর্যন্ত ছয়বার নাম পরিবর্তন করেছেন।

এ নিয়ে ওই তরুণের বক্তব্য, অধিকাংশ সময় আমি ই-মেইল পাই না। কখনো-সখনো আমার ইলেক্ট্রিসিটি বিলও দেরিতে আসে। কিন্তু এটা উত্তেজনারই অংশ।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় সবচেয়ে বড় নামটি ২৯ শব্দের।

জার্মানির এডিনবরায় বসবাস করা ওই ব্যক্তির নাম- ‘বার্নাবি মার্মাডিউক অ্যালোয়সিয়াস বেনজাই কবওয়েব ডার্টাগনান এগবার্ট ফেলিক্স গ্যাসপার হামবার্ট ইগনেটিয়াস জায়ডেন ক্যাসপার লেরয় ম্যাক্সিমিলিয়ান নেড্ডি ওবিআজুলু পেপিন কুইলিয়াম রসেনক্রান্টজ সেক্সটন টেডি আপউড ভিভাত্মা ওয়েল্যান্ড জাইলন জার্ডলে জেচ্যারি উসানস্কি। ’

তবে ২৫ বছর বয়সী ‘পাপা লং নামেহ’র নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি গিনেজে। রেকর্ডের অপেক্ষায় রয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।