ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঐতিহ্য ভেঙ্গে অরুন জেটলির পাঁচ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
ঐতিহ্য ভেঙ্গে অরুন জেটলির পাঁচ মিনিট

ঐতিহ্য ভেঙ্গে বাজেট উপস্থাপনের সময় বিরতি নিলেন ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি। বৃহস্পতিবার লোকসভায় বাজেট বক্তৃতাকালে হঠাৎ ভীষণ ব্যাক পেইন (পিঠে ব্যথা) অনুভব করেন জেটলি।



স্পিকার সুমিত্রা মহাজন জেটলিকে জানান, তার বিশ্রামের প্রয়োজন। তারপর বাজেট চলাকালীন সময়েই সকাল ১১ টা ৪০ মিনিটে পাঁচ মিনিটের জন্য অধিবেশন স্থগিত করা হয়।

বাজেট বক্তৃতার সময় বিরতি নেওয়ার ঘটনা ভারতের ইতিহাসে এবারেই প্রথম ঘটল। তারপর ফিরে বসেই পুনরায় বাজেট উপস্থাপন শুরু করেন ৬১ বছর বয়সী এই প্রবীন বিজেপি নেতা।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।