ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে চার সন্তানকে গুলি করে মারলো বাবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
টেক্সাসে চার সন্তানকে গুলি করে মারলো বাবা

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে চার সন্তানকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। এই হত্যার ঘটনা দেখে ফেলায় আরো দুইজনকে খুন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, সন্তানরা আশ্রিত ছিলো।

টেক্সাসের হ্যারিস কাউন্টির কর্মকর্তা থোমাস গিলিল্যান্ট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবারের এই ঘটনায় আহত ১৫ বছরের আরো এক কিশোরীকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: সিএনএন

খুনের সঙ্গে জড়িত ব্যক্তি ও তার স্ত্রী আলাদা থাকতেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি থোমাস গিলিল্যান্ট।  

তিনি আরো জানান, নিহতদের মধ্যে রয়েছে ১৩ ও ১৪ বছর বয়সের দুই কিশোর এবং ৯ ও ৭ বছর বয়সী দুই কিশোরী।

এছাড়াও ৩৯ বছর বয়সী দুই যুবক-যুবতীকেও হত্যা করা হয়েছে। তবে তাদের সঙ্গে খুনে জড়িত ব্যক্তির সম্পর্ক কী ছিলো তা জানা যায়নি।

পুলিশ ধারণা করছে, একই বাড়িতে অবস্থান করা শিশুদের দাদা-দাদীও হয়তো খুনীর টার্গেট ছিলেন। তবে ঘটনার সময় তারা বাইরে থাকায় বেঁচে যান।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।