ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ের প্রস্তাব নিজেই পড়লেন সংবাদ পাঠিকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
বিয়ের প্রস্তাব নিজেই পড়লেন সংবাদ পাঠিকা!

ঢাকা: সংবাদ মনে করে অজান্তে নিজের বিয়ের প্রস্তাব পড়ে আচমকা হতবাক হলেন সংবাদ পাঠিকা।

ঘটনাটি ঘটেছে টেক্সাসের মিডল্যান্ডে।



২৩ বছর বয়সী অ্যালেক্সা উইলিয়ামস কেডব্লিইএস-টিভিতে সংবাদ পড়েন। প্রি-রেকর্ডিং লাইন পড়ার সময় তিনি খেয়াল করলেন স্ক্রিপ্টটি কেমন সন্দেহজনক ঠেকছে।


‘বিস্ময় উপহার পেতে যাচ্ছেন একজন ওডেসা নারী ও সবশেষে একটি নতুন শেষ নাম’, পড়তে পড়তে এখানে থামেন অ্যালেক্সা। হঠাৎ ওয়েন ডানসনের (তার প্রেমিক) একটি বিশাল ফুলের তোড়া নিয়ে প্রবেশ। আঁতকে উঠে দু’হাতে নিজের মুখ ঢ‍াকলেন অ্যালেক্সা।

ক্যামেরা চলা অবস্থায় ৩৫ বছরের ডানসন ভয়ে ভয়ে মঞ্চে প্রবেশ করেন। প্রথমে কথা বের করতে অনেক কষ্ট হলেও বলে ফেললেন, তোমাকে বলার জন্য আমি আর একটি দিনও অপেক্ষা করতে পারব না। আমার জীবনের বাকি সময়টুকু আমি তোমাকে ভালবাসতে চাই।


এরপর তার প্রেয়সীকে জিজ্ঞেস করলেন, আমি শুধু জানতে চাই- তোমার অবশিষ্ট ভালোবাসা দিয়ে কি তুমি আমাকে ভালোবাসবে?

সৌভাগ্যবশত মিস উইলিয়ামসের উত্তর ছিল ‘হ্যাঁ’। এরপর হবু বউকে জড়িয়ে ধরলেন ডানসন। রিয়েল এস্টেট ব্রোকার আঙুলে পরিয়ে দিলেন আংটি।


‘পরে নাও’, বলে পাশ থেকে সহকর্মীরা চিৎকার করে এই প্রেমময় মুহূর্তকে স্বাগত জানালেন।

সিএনএনকে কনে জানান, আমি সন্ধ্যা ৬টার নিউজ পড়ে রাত ১০টার কাট-ইনগুলো পড়ছিলাম। ঘটনা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না!

যাইহোক, যখন একটি সুখী যুগল একসঙ্গে গাঁটছড়া বাঁধেন, সেখানে আর কোনো শব্দের প্রয়োজন নেই!

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।