ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট উইলিয়াম বার্নস ওবামার নিমন্ত্রণ পত্র নিয়ে ভারত সফরে এসেছেন।

সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন মোদী।

যদি তাই হয় তাহলে ২০০৫ সালে মোদীর ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা নিষেধাজ্ঞার আরোপের পর এটিই প্রথম মোদীর সঙ্গে ওবামার সাক্ষাত হতে যাচ্ছে। ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর রাজ্যের তখনকার মুখ্যমন্ত্রী মোদীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এর আগে মোদীর দল বিজেপি নির্বাচনে বড় ব্যবধানে জয় পেলে ফোনে তাকে শুভেচ্ছা জানান ওবামা।

শুক্রবার মোদী বার্নসের সঙ্গে সাক্ষাত করে বলেন, ভারতের কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্রে তিনি ফলপ্রসু সফরে যেতে প্রস্তুত রয়েছেন। এর আগে বার্নস পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে সাক্ষাত করেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ‍জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।