ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ঘটনাস্থলে তদন্তকারী দল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
ঘটনাস্থলে তদন্তকারী দল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলে ভূপাতিত হওয়া মালয়েশীয় উড়োজাহাজের ঘটনাস্থল পরিদর্শন শুরু করছেন আন্তর্জাতিক তদন্তকারী দল। বৃহস্পতিবার তারা রাশিয়া-ইউক্রেনের সীমান্তবর্তী দোনেৎস্ক শহরে পৌঁছান।

এলাকাটি রুশপন্থি বিদ্রোহীদের দখলে। এর আগে রুশপন্থী বিদ্রোহীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেন।

প্রায় ৩০ জনের টিম হেলিকপ্টারযোগে দোনেৎস্কের গ্রাবোভো এলাকায় পৌঁছান। ওখানেই ক্রুসহ ২৯৮ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় জরুরি বৈঠকে বসেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে জানান, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে উড়োজাহাজটি ভূপাতিত করা হয়েছে। তিনি ওই অঞ্চলের শান্তিপ্রতিষ্ঠাসহ দ্রুত সুষ্ঠু তদন্ত দাবি করেন।
Plain_1
বোয়িং৭৭৭ নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল। পরে কে বা কারা সেটি ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত করে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্লেনটিতে ১৮৯ জন ডাচ, ২৭ জন অস্ট্রেলিয়ান, ৪৪ জন মালয়েশিয়ান, ১২ জন ইন্দোনেশিয়ান ও ৯জন ব্রিটিশ, ৪ জন জার্মান নাগরিক ছিল। এদের মধ্যে ৮০ জন শিশু ছিল।

গত চারমাসের মধ্যে এটি মালয়েশীয় এয়ারলাইন্সের দ্বিতীয় দুর্ঘটনা। মার্চে ২৩৯ জন যাত্রী নিয়ে এমএইচ৩৭০ নিখোঁজ হয়। সে রহস্যের এখনও কূলকিনারা হয়নি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি করেছেন। হোয়াইট হাউজ প্রতিনিধি জোশ আর্নেস্ট বলেন, যত দ্রুত সম্ভব একটি পরিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অবাধ আন্তর্জাতিক তদন্ত দরকার।
 
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল একই দাবি জানিয়ে বলেন, উড়োজাহাজটি ভূপাতিত হওয়ার ক্ষেত্রে অনেক ইঙ্গিত রয়েছে। আমাদের সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ঘটনার ‘পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ’ তদন্তের দাবি জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পেরাসাঙ্কো এ ঘটনাকে ‘আন্তর্জাতিক অপরাধ’ আখ্যায়িত করে বলেন, এটি পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ। সব সীমা অতিক্রম করে গেছে। ঘটনাকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
Plain_2
স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, নেদারল্যান্ডের রাজধানী আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় ১৪টা ১৫ মিনিটে ইউক্রেনের শাখতেরেস্ক এলাকায় বিধ্বস্ত হয়। রুশ সীমান্ত থেকে স্থানটির দূরত্ব ৫০ কিলোমিটার।

ভূপাতিত হওয়ার সময় উড়োজাহাজটিতে ২৯৫ জন আরোহী ছিলো বলে নিশ্চিত করে ইন্টারফ্যাক্স।

মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে টুইটারে জানায়, এমএইচ১৭ উড়োজাহাজটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইউক্রেনের আকাশসীমায় থাকা অবস্থায় উড়োজাহাজটির সঙ্গে তাদের সর্বশেষ যোগাযোগ হয়েছিলো

ইন্টারফ্যাক্স জানায়, মাটি থেকে ছোঁড়া উড়োজাহাজ বিধ্বংসী ‘বিইউকে’ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে উড়োজাহাজটি। তবে ইউক্রেন সহ পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর ধারণা, প্লেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রেও বিধ্বস্ত হতে পারে উড়োজাহাজটি।
 
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশের প্রাক্কালে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার মিটার উচ্চতায় উড়োজাহাজটিতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র।
plane_3 
পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো জানায়, যে স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেখানে আগে থেকেই ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীদের তৎপরতা চলছে। সোমবার ওই এলাকায় একইভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি ইউক্রেনীয় পরিবহন উড়োজাহাজ ভূপাতিত করে বিদ্রোহীরা। এছাড়া বৃহস্পতিবারও ইউক্রেনের একটি যুদ্ধবিমানকে একইভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করে রুশ জঙ্গিবিমান।

মালয়েশীয় এয়ারলাইন্সের উড়োজাহাজটি আমস্টার্ডাম থেকে আন্তর্জাতিক সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১৪ মিনিটে উড়াল দেয়। মালয়েশিয়া সময় পরের দিন অর্থাৎ শুক্রবার ভোর ৬টা ৯ মিনিটে এটি কুয়ালালামপুরে পৌঁছার কথা ছিলো।

এ ঘটনার পর বিবৃতিতে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাৎক্ষণিকভাবে জানান, তিনি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবরে ‘স্তম্ভিত’।

এরপর সংবাদ সম্মেলনে তিনি জানান, এ কথা নিশ্চিত উড়োজাহাজটিকে ভূপাতিত করা হয়েছে, এখন এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করাই মালয়েশীয় সরকারের প্রধান কাজ।

নাজিব জানান, তিনি ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে কথা বলেছেন, পোরোশেঙ্কো থাকে এ ঘটনার পূর্ণ ও নিগূঢ় তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

** মালয়েশীয় প্লেন ভূপাতিত, ২৯৮ আরোহী নিহত (আপডেট)

 

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।