ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মঙ্গলে লোহাখণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
মঙ্গলে লোহাখণ্ড! ছবি: সংগৃহীত

ঢাকা: নাসার অনুসন্ধানী মঙ্গলযান মার্স রোভার কিউরিসিটি লালগ্রহ মঙ্গলের পৃষ্ঠে ভারী ধাতব লোহাখণ্ডের খোঁজ পেয়েছে।

বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘লেবানন’ এবং ছোট আরেকটি ধাতব লোহাখণ্ডের নাম দিয়েছেন ‘লেবানন বি’।



মার্স রোভার কিউরিসিটি গত ২৫ মে এই লোহা ধাতব খণ্ডের খোঁজ পায় ও মঙ্গলবার এর ছবি নাসার নিয়ন্ত্রণ কক্ষে পাঠায়। কিউরিসিটি লোহাধাতব খণ্ডের বিস্তারিত ছবি তুলতে অতি হাই রেজ্যুলেশন চেম-ক্যাম ও দূর নিয়ন্ত্রিত মাইক্রো ইমেজার ব্যবহার করে।

কিউরিসিটির ক্যামেরা এই ধাতব পৃষ্ঠের অদ্ভুত অ্যাঙ্গেলের ছবি তুলে পাঠায়।

এ বিষয়ে নাসার মুখপাত্র গে ওয়েবস্টার সংবাদমাধ্যমকে জানান, লোহাধাতব খণ্ড পরিমাণে অনেক দেখতে পাওয়া গেছে, প্রায় সাত ফুট।

ওয়েবস্টার আরো জানান, কিউরিসিটি একই সময় আরো একটি তৃতীয় লোহাধাতব খণ্ডের খোঁজ পেয়েছে। এতে অনেক দাগ ছিল।

তিনি জানান, তৃতীয় লোহাধাতব খণ্ড চওড়ায় সাত ফুট এবং এটি বড় লোহা খণ্ড ‘লেবানন’-এর কাছে পাওয়া যায়।

মঙ্গল গ্রহের পৃষ্ঠে এই প্রথম কোনো ভারী ধাতব খণ্ডের অনুসন্ধান পেলো। কিউরিসিটি ২০১২ সাল থেকে মঙ্গল গ্রহের জীবনসহ বিভিন্ন অনুসন্ধান করে আসছে।

মঙ্গলের পৃষ্ঠে কীভাবে লোহাধাতব খণ্ড আসলো, এর ব্যাখ্যা দিতে গিয়ে নাসার এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, স্ফটিকাকারে থাকা ধাতব প্রাচীরের ক্ষয়প্রাপ্তির ফলে হয়ত এই লোহাধাতব খণ্ডের সৃষ্টি হয়েছে, যাকে প্যালাসাইটস বলে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।