ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা মহামারী

লড়াইয়ে হেরে যাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
লড়াইয়ে হেরে যাচ্ছে মানুষ ছবি: সংগৃহীত

ঢাকা: ইবোলা মহামারী প্রতিরোধের লড়াইয়ে বিশ্বসমাজ হেরে যাচ্ছে বলে হতাশ প্রকাশ করেছে ইবোলা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কাজ করে যাওয়া বিশ্বের একটি শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী চিকিৎসা সেবা প্রদানকারী সংস্থা।

ইবোলা মহামারী ঠেকাতে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টরস উইদাউট বর্ডারের মুখপাত্র জোয়ান লি বলেন, পশ্চিম আফ্রিকার ইবোলা সংক্রমণের বিস্তার ঠেকানো সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত না ধনী দেশগুলো এগিয়ে আসবে।



তিনি আরও বলেন, কর্তৃপক্ষ ইবোলা ঠেকানোর লড়াইয়ে হেরে যাচ্ছে। পাশাপাশি বিশ্ব সম্প্রদায় ইবোলা ভাইরাসের সম্ভাব্য বিপর্যয়কে অবজ্ঞা করছে বলেও উল্লেখ করেন তিনি।

জোয়ান লি হতাশা প্রকাশ করে বলেন, ইতিহাসের সবচেয়ে মারাত্মক ইবোলা প্রাদুর্ভাবের ছয়মাস হয়ে গেলো, কিন্তু এখনও এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেননি বিশ্ব নেতারা।

তিনি বলেন, এমনকি গত আট আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলা মহামারীকে আন্তর্জাতিক স্বাস্থ্য সঙ্কট ঘোষণা করলেও এ ব্যাপারে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

মহামারী ঠেকাতে জোয়ান লি এ সময় ইবোলা আক্রান্ত দেশ গিনি, সিয়েরা লিয়ন এবং লাইবেরিয়ায় ভ্রাম্যমাণ হাসপাতাল, ল্যাবরেটরি এবং প্রশিক্ষিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রেরণের আহ্বান জানান।

উল্লেখ্য, ইবোলা সংক্রমণে গত ছয় মাসে এই তিন দেশে কমপক্ষে দেড়হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে ১২০ জন স্বাস্থ্যকর্মী।

এর আগে একই উদ্বেগ প্রকাশ করেন ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক টম ফ্রিডেন বলেন, এই মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

তিনি বলেন,পরিস্থিতি খুবই খারাপ এবং মনে হচ্ছে এটি আরও খারাপের দিকে যাবে। তবে ‘এখনও আশা আছে’ উল্লেখ করে তিনি বলেন, এখনও সম্ভাবনা আছে তবে জানালা ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। এনবিসি নিউজ চ্যানেলকে এসব কথা বলেন তিনি।

এদিকে মহামারীর মধ্যেই লাইবেরিয়ার রাজধানী মনোরোভিয়ায় অবস্থিত প্রধান হাসপাতালের কর্মীরা দুই মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে ধর্মটে গেছেন।
 
বাংলাদেশ সময়:১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।