ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
আইএসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের ছবি : সংগৃহীত

ঢাকা: ইরাকের সুন্নি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আইএসের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের।

এটি ইরাক ও আফগানিস্তানের মতো হবে না। আর এ লড়াই আমাদের একক নয়। এটা সবার জন্যই।

আর তাই সন্ত্রাসবাদ মোকাবেলার এ লড়াইয়ে আরো বেশ কিছু দেশ অংশ নিচ্ছে বলেও জানান তিনি।

এ দিকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে জনমত গঠনে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।