ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চলতি বছর চীনে বন্যায় নিহত ৭০১, নিখোঁজ ৩৪৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বেইজিং: চীনে চলতি বছর প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ৭০১ জন নিহত ও ৩৪৭ জন নিখোঁজ রয়েছে। বুধবার সরকার এ তথ্য জানায়।

খবর এএফপি’র।

চীনের সরকারি পরিসংখ্যান মতে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ওই বন্যা ২৭টি প্রদেশ ও পৌর শহরে আঘাত হানে। এর ফলে ১১ কোটি মানুষ আক্রান্ত হয়। এ সময় বাস্তুচ্যুত হয় ৮০ লাখেরও বেশি মানুষ।

বুধবার একটি সংবাদ সম্মেলনে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লিউ নিং জানান, ৭০ লাখ হেক্টরেরও বেশি চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত ও ছয় লাখ ৪৫ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার মার্কিন ডলারে।

চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া বন্যা মৌসুমে ২৩০টি নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করে।

প্রায় দুই লাখ ৮৭ হাজার সামরিক বাহিনীর সদস্যকে বন্যার সময় উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।