ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমা জোটকে হুমকি দিল নুসরা ফ্রন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
পশ্চিমা জোটকে হুমকি দিল নুসরা ফ্রন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে ইসলামিক স্টেট (আইএস) নিধনে বিমান হামলা করায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল কায়েদার সিরিয়া শাখা নুসরা ফ্রন্ট।

শনিবার অনলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় নুসরা ফ্রন্টের মুখপাত্র আবু ফিরাস আল-সুরি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ জোটকে হুমকি দিয়েছে।



সম্প্রতি ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকা নিয়ন্ত্রণে নিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ওই এলাকায় বিমান হামলা করে আইএস জঙ্গি নিধন করছে।

আল কায়েদার সিরিয়া শাখা নুসরা ফ্রন্ট জানিয়েছে, সিরিয়ায় পশ্চিমা দেশগুলোর বিমান হামলা ‘ইসলামের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা সরূপ এবং পাশ্চিমা ও আরবদেশগুলোকে এ যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে।

নুসরা দাবি করেছে, সিরিয়ায় বিমান হামলার প্রথম দিনে তাদের কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছে।

ভিডিও বার্তায় আরও বলা হয়েছে, ক্ষমতাধর কয়েকটি রাষ্ট্র অন্যায়ভাবে ইরাক ও সিরিয়ায় হামলা করছে। এ হামলা নুসরার বিরুদ্ধে হামলা নয়, এটা ইসলামের বিরুদ্ধে হামলা।

ইতিমধ্যে আরব জোটের সদস্য বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব এবং আবর আমিরাত সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা সমর্থন করেছে।

নুসরা ফ্রন্ট এমন সময় যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো যখন সিরিয়ায় চিহ্নিত সাতটি স্থানে বিমান হামলা করেছে আইএস বিরোধী জোট। যার মধ্যে তুরস্কের সীমান্তবর্তী কুর্দি অধ্যুসিত এলাকা আইন আল-আরব রয়েছে। যে শহরটি কিছুদিন আগে আইএস জঙ্গি সংগঠন আইএস নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, এ বিমান হামলায় ওই এলাকায় আইএস’র একটি ভবন এবং দুটি সামরিক যানবহন ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।