ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নৈশভোজে মোদীকে কী খাওয়াবেন ওবামা?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
নৈশভোজে মোদীকে কী খাওয়াবেন ওবামা? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে সোমবার রাতে নৈশভোজে অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউজে ওবামার প্রাইভেট ডিনারের মেন্যুতে কী থাকতে পারে- এই নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।



সম্ভাব্য মেন্যু সম্পর্কে এনডিটিভি জানায়, মোদীর জন্য মেন্যুতে দুই ধরনের খাবার থাকতে পারে। নিরামিষ জাতীয় খাবারের পাশাপাশি নন-অ্যালকোহলিক ড্রিংকস থাকবে এমনটাই ধারণা করা হচ্ছে। মোদীর নবরাত্রি (একধরনের উপবাস) পালনের কথা মাথায় রেখেই এই মেন্যু সাজানো হচ্ছে।

সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ভারতের পক্ষ থেকে খাবারের তালিকায় নিরামিষ জাতীয় খাবার রাখার অনুরোধ করা হয়। সেই অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রে সফর করেন মোদী। ২৫ সেপ্টেম্বর থেকে তিনি নবরাত্রি পালন করে আসছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।