ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের সানায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
ইয়েমেনের সানায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৬ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।



বৃহস্পতিবার এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

দেশটির রাজধানীর আল-তাহরির চত্বরের কাছে এ হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমনই খবর প্রকাশ করেছে।

জানা যায়, বিদ্রোহীদের সমর্থকরা আল-তাহরিরে প্রতিবাদ বিক্ষোভের জন্য মঞ্চ তৈরির সময় এ হামলায় ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে অনেকের মৃত্যু হয়। এছাড়া অন্য‍ান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।