ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেলেন মালাল‍া ও কৈলাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪
শান্তিতে নোবেল পেলেন মালাল‍া ও কৈলাশ মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী

ঢাকা: এ বছর শান্তিতে নোবেল পেলেন মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী। শিশু অধিকারের বিষয়ে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।



শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের অসলোয় শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

নোবেল কমিটি এক ঘোষণা জানায়, শান্তিতে যৌথভাবে নোবেল বিজয়ীদের একজন হিন্দু ও ভারতের নাগরিক এবং অন্যজন মুসলিম ও পাকিস্তানের নাগরিক। তবে তারা উভয়েই একটি বিষয়ে লড়াই করেছেন তা হলে শিক্ষা। শিশুদের শিক্ষার অধিকার আদায়ে তারা লড়াই করেছেন।

২০১৩ সালে শান্তিতে নোবেল প‍ায় ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ)’। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে তদারকির জন্য আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক এ প্রতিষ্ঠানটিকে নোবেল দেওয়া হয়।

১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের উইলমতে, এ পুরস্কার প্রবর্তন করা হয়। ১৯০১ সালে প্রথম নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়।

শুরু থেকে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থসহায়তায় ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়।

পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও অর্থনীতিতে পুরস্কার সুইডেন থেকে দেওয়া হলেও শান্তিতে নোবেল দেয় নরওয়ে।

সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪/আপডেটেড: ১৫৪৭ ঘণ্টা

** কে পাচ্ছেন শান্তি নোবেল, পোপ, মালালা না অন্য কেউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।