ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গিনিতে নৌকাডুবে ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
গিনিতে নৌকাডুবে ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০ সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে নৌকাডুবে ৯ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৩০ জন।

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় ফোরকারিয়া জেলায় নৌকাডুবির এ ঘটনা ঘটে। ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

খনিজ সম্পদবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।

গিনির উপকূলে নৌকাডুবি একটি নিয়মিত ঘটনা। ২০১২ সালের জুলাইয়ে নৌকাডুবির এক ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটে। একই বছরের আগস্টে অপর এক ঘটনায় মারা যান আরো ৩০ জন।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।