ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারকর্মীদের হত্যার হুমকি দিল আইএস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
টুইটারকর্মীদের হত্যার হুমকি দিল আইএস!

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রতিষ্ঠানটির কর্মীদের হত্যা করার হুমকি দিয়েছে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। টুইটার থেকে আইএস ও এর সদস্যদের অ্যাকাউন্টগুলো মুছে ফেলার পর বিভিন্ন সময়ে এ হুমকি দেওয়া হয়েছে।



যুক্তরাষ্ট্রভিত্তিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কস্তোলো সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ভ্যানিটি ফেয়ার নিউ এস্টাবলিশমেন্ট সামিটে এ কথা স্বীকার করেন।

কস্তোলো বলেন, আইএস ও তার সদস্যদের অ্যাকাউন্ট মুছে ফেলার অভিযান শুরুর পর থেকেই নিয়মিতভাবে আমরা সন্ত্রাসী সংগঠনটির পক্ষ থেকে হত্যার হুমকি পেতে থাকি। তারা অন্য অ্যাকাউন্ট থেকে ‍আমাদের হত্যা করার হুমকি দিতে থাকে।

কস্তোলো বলেন, এ হুমকি পাওয়ার পর আমি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। আমরা পরবর্তী পদক্ষেপও গ্রহণ করেছি।

নিজেদের বিশ্বদরবারে পরিচিত করে তুলতে টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে আইএস।

কিন্তু সহিংসতার উস্কানি দেওয়ায় নীতিমালা ভঙ্গের দায়ে অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মতো আইএসের অ্যাকাউন্ট মুছে ফেলে টুইটারও।

সিরিয়া ও ইরাক এবং তৎসংলগ্ন অঞ্চলে খেলাফত ঘোষণা করে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে আইএস। তবে সম্প্রতি সংগঠনটিকে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।