ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিব্রতকর প্রশ্ন করে ক্ষমা চাইলো অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
বিব্রতকর প্রশ্ন করে ক্ষমা চাইলো অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল

ঢাকা: দর্শকদের কাছে বিব্রতকর প্রশ্ন করে ক্ষমা চেয়েছে অস্ট্রেলিয়ার টিভি স্টেশন ‘চ্যানেল ১০’।

পরিবারে নারী-পুরুষের কাজের তালিকা বিষয়ে কুইজ জানতে চাওয়ার পর সামাজিক সাইটে পারিবারিক কাজ নিয়ে প্রশ্ন ওঠে।



বুধবার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার পর বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করে।

সংবাদ মাধ্যম জানায়, বুধবার চ্যানেল ১০-এ কুইজ বিষয়ে একটি অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠানে উপস্থাপক গ্র্যান্ট ডেনিয়ার দর্শকদের কাছে জানতে চান, বলুন তো, নারীদের কাজ কী কী!

শতাধিক দর্শক এর উত্তর দেন। এরপর উপস্থাপক সঠিক উত্তর হিসেবে নারীদের কাজ হচ্ছে, রান্না করা, কাপড় ধোয়া ইত্যাদি ঘরোয়া কাজ বলে শুধরে দেন। এরপর পুরুষদের কাজের তালিকায় তিনি বলেন, পুরুষের কাজ হচ্ছে, নির্মাণ    করা, আসবাবপত্র তৈরি করা, মেকানিক হওয়া ইত্যাদি ঘরের বাইরের কাজের কথা বলেন।

তবে এ সময় চ্যানেল থেকে জানানো হয়, কুইজের উত্তর অস্ট্রেলিয়ার সবার প্রতিনিধিত্ব করছে না।

একটি জরিপের কাজের জন্য অনুষ্ঠানটি দুটি পরিবারের কাজের বিষয়ে কুইজ প্রশ্নের উত্তর দেন শতাধিক দর্শক। বুধবারের ওই অনুষ্ঠানের শিরোনাম ছিল- ‘ফ্যামিলি ফরচুনস ইন ইউকে’।

এরপরই সামাজিক সাইটগুলোতে এই অনুষ্ঠানের সমালোচনার ঝড় ওঠে। এরপরই বৃহস্পতিবার চ্যানেল ১০ সামাজিক সাইট ফেসবুকে ক্ষমা চেয়ে জানায়, আমরা বুধবারের অনুষ্ঠান (এপিসোড) ‘ফ্যামেলি ফিউড’-এর দুটি প্রশ্নের জন্য ক্ষমা প্রার্থনা করছি। কারণ, অনুষ্ঠানে নারী ও পুরুষের কাজ সুনির্দিষ্ট করতে বলা হয়েছিল।

এই প্রশ্ন দুটি অনুষ্ঠানের জন্য সুবিবেচিত ছিল না।

এদিকে, উপস্থাপক মাইক্রোব্লগিং সাইট টুইটারে বলেন, উত্তরের জন্য আমাদের দোষারোপ করবেন না। আপনারা অস্ট্রেলিয়াবাসীই এই উত্তর দিয়েছেন।     

বাংলাদেশ সময়: ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।