ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা নিয়ন্ত্রণে হোয়াটস-অ্যাপ সার্ভিস চালু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
ইবোলা নিয়ন্ত্রণে হোয়াটস-অ্যাপ সার্ভিস চালু

ঢাকা: প্রাণঘাতী ভাইরাস ইবোলা নিয়ন্ত্রণে মোবাইল ম্যাসেজিং ‍অ্যাপ হোয়াটস-অ্যাপে ‘ইবোলা পাবলিক হেলথ সার্ভিস’ নামে একটি সেবা চালু করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।

এ সেবার মাধ্যমে নিবন্ধিত গ্রাহকরা ইবোলা সংক্রান্ত সর্বশেষ টেক্সট, ভিডিও এবং ছবি পাবেন।

ইংরেজি ও ফরাসি ভাষায় চালু হওয়া এ সার্ভিসের মাধ্যমে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ তিনটি অ্যালার্ট পাবেন।

সার্ভিসটি পেতে গ্রাহকদের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে বিবিসি।

মরণঘাতী এ ভাইরাস নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করতে আফ্রিকাজুড়ে ব্যাপক জনপ্রিয় এ অ্যাপকে বেছে নিলো বিবিসি।

ভাইরাসটিতে চার হাজার চারশ’ ৪৭ জনের প্রাণহানি হয়েছে বলে বুধবার (১৫ অক্টোবর) জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।