ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোয় ‘উগান্ডান বিদ্রোহীদের’ হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
কঙ্গোয় ‘উগান্ডান বিদ্রোহীদের’ হামলায় নিহত ২৬

ঢাকা: আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় দুর্বৃত্তদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ‍আরও বেশ কিছু বেসামরিক লোক।



বুধবার স্থানীয় সময় রাতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এ হামলা চালানো হয় বলে বৃহস্পতিবার জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

কঙ্গোলিজ সেনাবাহিনী সূত্র জানায়, অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস নামে একটি সন্ত্রাসী সংগঠন এ হামলা চালিয়েছে বলে বলে ধারণা করছেন স্থানীয়রা।

তবে, সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অলিভার হামুলি বলেন, কারা কী কারণে এ হামলা চালিয়েছে তার ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।