ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় কনসার্টে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
দক্ষিণ কোরিয়ায় কনসার্টে নিহত ১৪ ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের দক্ষিণে সিওংনামে কনসার্টে গিয়ে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ইয়নহাপের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‍এ খবর জানিয়েছে।



এ ঘটনায় আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ২০ মিটার লম্বা একটি ভেন্টিলেশন দেয়াল কনসার্টে আগত দর্শনার্থীদের ওপর ধ্বসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ৪মিনিট’র পারফরম্যান্সের চলাকালে ধ্বসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

কনসার্টটি উপভোগ করতে অন্তত সাতশ’ দর্শনার্থী উপস্থিত হয়েছিলেন বলে জানিয়েছে ইয়নহাপ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।