ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলোচনায় বেলজিয়ান নয়া স্বাস্থ্যমন্ত্রী

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
আলোচনায় বেলজিয়ান নয়া স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি ডে ব্লক

ঢাকা: স্থূলকায় একজন নারী রাজনীতিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সমালোচনার মুখে পড়েছে বেলজিয়ামের মধ্য-ডানপন্থি জোটের নেতৃত্বাধীন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমের মুখরোচক আলোচনায় এখন খোদ স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি ডে ব্লক নিজেই।



সংবাদ মাধ্যমগুলো জানায়, ৫২ বছর বয়সী জনপ্রিয় রাজনীতিক ডে ব্লকের ওজন প্রায় ১২৭ কেজিরও বেশি। কিন্তু তিনি নিজেই স্থূলকায় হওয়ায় তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানোয় অখুশি বেলজিয়ানরা।

বেলজিয়ানরা মনে করছেন, ইউরোপীয় হিসেবে বেলজিয়ামের অন্যতম সমস্যাগুলোর মধ্যে অন্যতম জনসাধারণের স্থূলতা। এই স্থূলতা সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। একটা সময় প্রাপ্ত বয়স্ক ও প্রৌঢ়রা স্থূলতায় ভুগলেও কোমল পানীয় ও ফাস্টফুড গ্রহণের হার বৃদ্ধির ফলে এ সমস্যা দেখা দিচ্ছে এখন কিশোর এমনকি শিশুদের মধ্যেও।

এ সমস্যা সমাধানে দায়িত্ব পালন করবে যে স্বাস্থ্য মন্ত্রণালয়, সে মন্ত্রণালয়ের মন্ত্রীই যদি স্থূলতা সমস্যায় ভোগেন তবে তার নির্দেশনা বাস্তবায়ন হবে কীভাবে-এ নিয়েও শঙ্কাবোধ করছেন বেলজিয়ামের জনসাধারণ।

তবে, এসব সমালোচনা উড়িয়ে দিয়ে ডে ব্লক বলেন, আমি কোনো মডেল নই। আমি কী কাজ করি আপনাকে তা-ই দেখতে হবে! অপেক্ষা করুন!

২০০৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বেলজিয়ামের ৩৭ শতাংশ প্রাপ্ত বয়স্ক নাগরিকই মাত্রাতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।