ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ ইংরেজ তোতা ফিরলো স্প্যানিশ শিখে!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
নিখোঁজ ইংরেজ তোতা ফিরলো স্প্যানিশ শিখে!

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে চার বছর আগে হারিয়ে যাওয়া ইংরেজিভাষী এক তোতা তার মালিকের কাছে ফিরে এসেছে। তবে সে এখন আর ইংরেজিভাষী নেই।

স্প্যানিশ ভাষায় কথা বলছে এবং গাইছে।

সম্প্রতি নাইজেল নামক ধূসররঙা আফ্রিকান তোতাটি মালিক ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ড্যারেন চিকের কাছে পৌঁছে দেন তেরেসা মিকো নামে এক পশুচিকিৎসক।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, নাইজেলকে টরেন্সের জোনাথন ও জুলিসা স্পেরলিং নামে এক ব্যবসায়ী দম্পতির বাগানে পাওয়া যায়।

পানামা থেকে আসা স্পেরলিং সাংবাদিকদের বলেন, আমরা যখন নিয়ে এলাম দেখি, তোতা পাখিটি গাইছে, কথা বলছে এবং স্প্যানিশ ভাষায় সে বলছে, ‘কী হয়েছে’!

এরপর তোতার মালিককে খুঁজতে শুরু করলে ব্যবসায়ী দম্পতি লক্ষ্য করেন, তেরেসা মিকো নামে এক পশুচিকিৎসক তার তোতা হারানো গিয়েছে বলে অনলাইনে বিজ্ঞাপন ছেড়েছেন।

মিকোর কাছে পাখিটি পৌঁছে দেওয়া হলেও তিনি বুঝতে পারেন এটা তার তোতা নয়। এরপর আরেকটি মাধ্যমে আসল মালিক চিকের কাছে তোতাটি পৌঁছে দেন মিকো।

দীর্ঘ চার বছর পর প্রিয় তোতাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত চিক বলেন, ও আমাকে দেখেই চিনতে পারলো। আমাকে কামড়ে দিচ্ছিল। কিন্তু সে স্প্যানিশ ভাষায় গাইছিল এবং কথা বলছিল। এই মিলন সত্যিই আনন্দের।

তবে, দীর্ঘ চার বছর নাইজেল কোথায় ছিল এ ব্যাপারে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।