ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ডাক্তারদের হাত কাটার হুমকি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
ডাক্তারদের হাত কাটার হুমকি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী জিতান রাম মাঁঝি

ঢাকা: গরীব রোগীদের প্রতি কর্তব্য অবহেলাকারী চিকিৎসকদের হাত কেটে নেয়ার হুমকি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী জিতান রাম মাঁঝি। তিনি বলেন, আমি যে কোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত তবু কোনো চিকিৎসককে গরীবের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না।



শুক্রবার বিহারের পূর্ব চামপারান জেলায় একটি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন জিতান মাঁঝি।

এছাড়া গরীবদের জন্য বরাদ্দকৃত সরকারি জমি যারা ক্রয় করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি নির্দেশ দেন তিনি। স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেটকে মুখ্যমন্ত্রী বলেন, যারা এ ধরনের জমি বিক্রি করেছে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার বদলে এ ধরনের জমি কিনেছে তাদের বিরুদ্ধে আগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এ ধরনের জমি বিক্রয়যোগ্য অথবা স্থানান্তরযোগ্য নয়। যারা বিক্রি করেছে তারা অশিক্ষিত,নিষ্পাপ মানুষ। কিন্তু যারা কিনেছে তারা শিক্ষিত ও ধূর্ত।

তিনি এ সময় নিম্নবর্ণের মহাদলিত সম্প্রদায়ের মানুষকে মদের পেছনে পয়সা খরচ না করে ওই পয়সা বাঁচিয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর জন্য আহ্বান জানান।

এ সময় মুখ্যমন্ত্রী জনগণের প্রতি তাদের নিজেদের টয়লেট পরিষ্কার করার তাদের নিজেদের টয়লেট নিজে পরিস্কার করার আহ্বান জানান। তিনি বলেন, আমি নিজেই আমার টয়লেট পরিষ্কার করি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।