ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হরিয়ানা-মহারাষ্ট্রে মোদী ঢেউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
হরিয়ানা-মহারাষ্ট্রে মোদী ঢেউ

ঢাকা: ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হচ্ছে।

রোববার সকাল থেকেই ফলাফল ঘোষণা শুরু হলেও বেলা পৌনে ১১টা পর্যন্ত কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি অর্থাৎ কোনো আসনে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।



গত ১৫ অক্টোবর (বুধবার) এ দু’রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মহারাষ্ট্রের বিধানসভায় আসন রয়েছে ২৮৮টি। হরিয়ানায় রয়েছে ৯০টি। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে।

তবে, রোববার বেলা পৌনে ১১টা পর্যন্ত ফলাফলে বিজেপিই এগিয়ে রয়েছে বলে জানা গেছে। ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে ১১৮টিতে এগিয়ে আছে বিজেপি, নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবসেনা এগিয়ে রয়েছে ৫৯টি আসনে। আর জাতীয় নির্বাচনে বিপর্যস্ত কংগ্রেস এগিয়ে আছে ৪৫ আসনে। এছাড়া, শারদ পাওয়ারের এনসিপি এগিয়ে আছে ৪৪ আসনে।

অপরদিকে, হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ৫০টি আসনে এগিয়ে রয়েছে মোদীর দল। আর ভারতীয় জাতীয় লোক দল (এনএলডি) এগিয়ে রয়েছে ২৩টি আসনে। একসময়ের কেন্দ্রীয় শাসকদল এগিয়ে রয়েছে মাত্র ১৬টি।

দুই রাজ্যেই বিজেপির মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের সঙ্গে। তবে শিবসেনা ও শারদ পাওয়ারের এনসিপির মতো আঞ্চলিক দলগুলোও এ ভোটের ফলাফলের অন্যতম নিয়ামক।

প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই নরেন্দ্র মোদীর সামনে জনপ্রিয়তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মহারাষ্ট্রে বিজেপি জয়ী হলেও মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা নেই। তবে ইঙ্গিত পাওয়া গেছে মহারাষ্ট্র বিজেপি প্রধান দেবেন্দ্র ফাড়নবিশ অথবা সিনিয়র বিজেপি নেতা একনাথ খাসের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে মুখ্যমন্ত্রী হিসেবে।

অপরদিকে হরিয়ানায় বিজেপি জিতলে ধারণা করা হচ্ছে জাঠ বংশোদ্ভূত সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন অভিমেন্যু এবং কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিত সিংয়ের মধ্যে থেকে একজন বসতে পারেন মুখ্যমন্ত্রীর কুরসিতে।

** রোববার মহারাষ্ট্র ও হরিয়ানার ফলাফল

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।