ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় কাবুলে ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
তালেবান হামলায় কাবুলে ৪ সেনা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: কাবুলে তালেবানদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে চার আফগান সেনা। এছাড়া আহত হয়েছেন ছয় বেসামরিক সহ আরও এক ডজন মানুষ।



মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে কাবুলের পশ্চিমাঞ্চলে আফগান সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করে সামনে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে আফগানিস্তানের তালেবান বিদ্রোহীরা।

সম্প্রতি আফগানিস্তানের বেশিরভাগ অংশের নিরাপত্তার দায় দায়িত্ব দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে অর্পণ করেছে ন্যাটো। এ পরিস্থিতিতে বিগত দুই বছর ধরে আফগানিস্তানের সরকার ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে তালেবানরা।

চলতি বছর আফগান নিরাপত্তা বাহিনীর জন্য একটি রক্তাক্ত বছর। বছরের প্রথম থেকে এখন পর্যন্ত তালেবান হামলায় আফগানিস্তানে সাত হাজার থেকে নয় হাজার পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছে বলে এক হিসেবে জানিয়েছে মার্কিন সামরিক সূত্র।

পাশাপাশি লড়াইয়ে আফগানিস্তানে বেসামরিক হতাহতের পরিমাণও আশঙ্কাজনক হারে বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানে চলতি বছরের প্রথম ছয় মাসে দেড় হাজার বেসামরিক লোক নিহত এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।