ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লিবার্টি মেডেল পেলেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
যুক্তরাষ্ট্রের লিবার্টি মেডেল পেলেন মালালা মালালা ইউসুফজাই

ঢাকা: যুক্তরাষ্ট্রের সম্মানজনক লিবার্টি মেডেল সম্মাননা পেয়েছেন পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

স্থানীয় সময় মঙ্গলবার তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

তবে, এই পুরস্কারের অর্থ এক লাখ মার্কিন ডলার নিজের জন্মভূমি পাকিস্তানের শিক্ষাখাতের উন্নয়নে বিলিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মালালা।

এই পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কন্সস্টিটিউশন সেন্টারের (এনসিসি) পক্ষ থেকে বলা হয়, মানবাধিকার ও স্বাধীনতা বঞ্চিতদের পক্ষে সাহসী বক্তব্য রেখে তাদের সোচ্চার মুখপাত্রের প্রতীক হয়ে ওঠায় এ বছরের লিবার্টি পদক পেয়েছেন মালালা।
 
সম্মাননা গ্রহণের পর পাকিস্তানি কিশোরী মালালা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই পদক গ্রহণ করে আমি সম্মানিতবোধ করছি। এই পুরস্কার আমাকে মানবাধিকার ও প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার নিশ্চিতে প্রচারণার জন্য আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং সাহস যোগাবে।

সম্প্রতি ভারতের শিশু অধিকারকর্মী কল্যাণ সত্যার্থীর সঙ্গে যৌথভাবে এ বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করা মালালা।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।