ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোয়েটায় বন্দুকধারীর হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
কোয়েটায় বন্দুকধারীর হামলায় নিহত ৮

ঢাকা: পাকিস্তানের কোয়েটায় যাত্রীবাহী বাসে অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ‍ছয়জন।



স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা সবাই হাজেরা কমিউনিটির সদস্য বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

ইমরান খুরিশি নামে স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, যাত্রীবাহী বাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। নিহতরা সবাই হাজেরা কমিউনিটির সদস্য।

হামলার পর কোনো ধরনের বাধা ছাড়াই তারা পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থলে ছয়জন ও হাসপাতালে পাঠানোর পর আরো দু’জন নিহত হন বলে জানান তিনি। ঘটনাটিকে পরিকল্পিত বলে উল্লেখ করেছেন ইমরান খুরিশি।

ঘটনার পর ওই এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।