ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামলার আশঙ্কায় ভারতের ৩ বিমানবন্দরে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
হামলার আশঙ্কায় ভারতের ৩ বিমানবন্দরে সতর্কতা ছবি: সংগৃহীত

ঢাকা: আত্মঘাতী হামলার আশঙ্কায় ভারতের আহমেদাবাদ, করাচি ও মুম্বাই বিমানবন্দরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

শনিবার দুটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করে হামলাকারীরা অবতরণ করবে- গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ২৪ অক্টোবর মধ্যরাতে আহমেদাবাদ থেকে মুম্বাই ও ২৫ অক্টোবর সকালে মুম্বাই থেকে করাচি এই দু’টি ফ্লাইটে আত্মঘাতী হামলাকারীরা আসতে পারেন।

এমন বার্তার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।