ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান যুদ্ধ প্রসঙ্গে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ‘কিছু ভুল হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
আফগান যুদ্ধ প্রসঙ্গে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ‘কিছু ভুল হয়েছে’

ঢাকা: আফগানিস্তানে নিজেদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ক্যাম্প বাস্টিয়ন গুটিয়ে নিয়েছে যুক্তরাজ্য। দেশটির দক্ষিণাঞ্চলের হেমল্যান্ড প্রদেশে অবস্থিত ওই ঘাঁটি আফগান নিরাপত্তার বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

ফলে এখন থেকে সবচেয়ে বড় প্রদেশটির নিরাপত্তার দায়িত্বে আর থাকছে না ব্রিটিশরা।

শনিবার ১৩ বছরের যুদ্ধের পরিসমাপ্তি উপলক্ষে ক্যাম্প থেকে ব্রিটেনের পতাকা নামিয়ে ফেলা হয়। এসময় শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এ উপলক্ষে এক সাক্ষাতকারে সাংবাদিকদের ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেন, আফগানিস্তানে আমাদের ‘কিছু ভুল হয়েছে’ এটা স্বীকার করছি। তবে ২০০১ সালে আফগানিস্তানে আসার পর কিছু অর্জনও হয়েছে।

ফ্যালন বলেন, আফগানিস্তানকে সম্ভাব্য স্থিতিশীল ভবিষ্যতের ভালো সুযোগ দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা গর্বের বিষয়।

তিনি বলেন, শক্তিশালী আফগান বাহিনী গড়ে তোলার পেছনে আমাদের সেনারা কঠোর পরিশ্রম করেছে। তারা এমন একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে যার মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয়েছে।

বিবিসির ওয়ানকে দেওয়া সাক্ষাতকারে ফ্যালন আরো বলেন, তালেবান পরাজিত হয়নি এটি সত্যি। কিন্তু আফগান বাহিনী পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিতে চায়।

তিনি বলেন, এই বড়দিনের মধ্যেই সবচেয়ে বড় সেনা দলটি ব্রিটেনে ফিরে আসবে। বাকি যে শ’খানেক সেনা থাকবে তারা অফিসার একাডেমিতে শুধুমাত্র প্রশিক্ষণ দেবেন।

ভবিষ্যতে আর যেকোনো পরিস্থিতিতে আফগানিস্তানে সেনা পাঠানো হবে না বলেও ইঙ্গিত দেন ফ্যালন।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবরে বলা হয়, ১৩ বছরে আফগান যুদ্ধে ১ লাখ ৪ হাজারের মতো ব্রিটিশ সেনা দায়িত্ব পালন করে। এরমধ্যে নিহত হয় ৪৫৩ জন। সবচেয়ে বেশি নিহত হয় ২০০৯ সালে-১০৮ জন।

উল্লেখ্য, ২০০১ সালে লেবার পার্টি নেতা টনি ব্লেয়ারের সরকারের সময় আফগানিস্তারে অভিযান শুরু করে ব্রিটেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।