ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে হামলায় ২০ সন্দেহভাজন জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
পাকিস্তানে হামলায় ২০ সন্দেহভাজন জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের খাইবার প্রদেশে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২০ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বিমান হামলার সঙ্গে আর্টিলারি ও মর্টার হামলাও করা হয়।



রোববার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শনিবার মধ্যরাতে জেট হামলায় জঙ্গিদের পাঁচটি আস্তানা ধ্বংসপ্রাপ্ত হয়।

এছাড়া হামলায় জঙ্গিদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

জঙ্গিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বর্তমানে প্রতিনিয়তই খাইবার পাখতুনখাওয়ারে হামলা চালাচ্ছে সেনাবাহিনী। বলা হচ্ছে, উত্তর ওয়াজিরিস্তান থেকে খাইবারে জঙ্গি পালিয়ে এসেছে।

গত জুনে করাচি বিমানবন্দরে জঙ্গিদের হামলার পর উত্তর ওয়াজিরিস্তানে অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনী বলছে, অভিযানে হাজারেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। প্রাণ হারিয়েছেন তাদের ৮৬ সেনা।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।