ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাছে ধাক্কা খেয়েই তিন টুকরো বিএমডব্লিউ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
গাছে ধাক্কা খেয়েই তিন টুকরো বিএমডব্লিউ!

ঢাকা: গাছের সঙ্গে ধাক্কা খেয়েই তিন টুকরো হয়ে গেল বিএমডব্লিউ গাড়ি। আর এতে দু’জন নিহত ও একজন ‍আহত হয়েছে।



রোববার দুর্ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা শহর এলাকায়।

স্থানীয় পুলিশ জানায়, লুধিয়ানার সারাভো নগর সড়কে দ্রুতগামী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় খায়। এতে ত্রিখণ্ডিত হয়ে যায় অভিজাত গড়নের গাড়িটি।

স্থানীয় এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ (এডিসিপি) পরমজিৎ সিং পান্নু সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় গাড়ির যাত্রী গোগান শর্মা ও রজত দুয়া নিহত হন।

এছাড়া, গাড়ির মালিক ধানি রাম ‍দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

তবে, দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনার চেয়ে বিএমডব্লিউড গাড়িটির গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েই ত্রিখণ্ডিত হওয়ার খবর বেশি গুরুত্ব পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।