ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ২৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ২৪ প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: কৃষ্ণ সাগরের তুরস্ক উপকূলে নৌকাডুবিতে অন্তত ২৪ জন ‘অবৈধ অভিবাসী’র প্রাণহানি ঘটেছে।  

সোমবার (০৩ নভেম্বর) ইউরোপের রোমানিয়াগামী একটি অভিবাসীবাহী নৌকা ইস্তাম্বুলের অদূরে বসফরাস প্রণালিতে ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।



সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলো জানায়, নৌকাডুবির এ ঘটনায় আরও অন্তত নয় জন নিখোঁজ রয়েছে। তবে, উদ্ধার করা হয়েছে সাত জনকে।

নৌকাটির প্রায় সব যাত্রীই আফগান ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিখোঁজ অভিবাসীদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।