ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন মুলুকে

গৃহহীনদের বিনামূল্যে খাবার দেয়ায় জেল !

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
গৃহহীনদের বিনামূল্যে খাবার দেয়ায় জেল ! ছবি: সংগৃহীত

ঢাকা: গৃহহীনদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করায় ৯০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। ফ্লোরিডার ফোর্ট লাউডারডেল নগরীতে এ ঘটনা ঘটে।



আইন লঙ্ঘন করে জনসমাগমস্থলে গৃহহীনদের মাঝে খাবার বিতরণ করায় ওই বৃদ্ধের দুই মাসের জেল থেকে শুরু করে ৫শ’ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

স্থানীয় গির্জার দুই যাজক সহ সমাজসেবক আর্নল্ড অ্যাবোটকে দু’টি পৃথক অভিযোগে আটক করা হয়।

তবে কর্তৃপক্ষের তোপ সত্ত্বেও গৃহহীনদের খাবার দেয়ার কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অ্যাবোট। বলেছেন, এ জন্য জেলে যেতেও ভয় পান না তিনি। ফোর্ট লাউডারডেল নগরীর বাসিন্দাদের কাছে অ্যাবট ‘শেফ আর্নল্ড’ নামে পরিচিত।

ফ্লোরিডার আইন অনুযায়ী যেখানে সেখানে গৃহহীনদের মাঝে খাবার বিতরণ করা যাবে না। এছাড়া প্রত্যেক খাবার বিতরণস্থলের মাঝের দূরত্ব হতে হবে ১৫২ মিটার এবং কাছাকাছি আবাসিক এলাকা থেকে ওই স্থানের দূরত্ব হতে হবে কমপক্ষে অর্ধকিলোমিটার। পাশাপাশি নগরীর একটি ব্লকে একই সময়ে মাত্র একটি গ্রুপ খাবার বিতরণ করতে পারবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা অ্যাবোট ‘লাভ দাই নেইবার’ নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করছেন। দুই দশক ধরে স্থানীয় গৃহহীনদের মাঝে খাবার বিতরণ করে চলেছে সংস্থাটি।

এছাড়া রান্নার স্কুল পরিচালনার মাধ্যমে গৃহহীনদের রান্নার প্রশিক্ষণ দিয়ে স্থানীয় রেস্টুরেন্টগুলোতে চাকরির ব্যবস্থা করে থাকে লাভ দাই নাইবার।

এদিকে গৃহহীনদের খাবার বিতরণে বাধা দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে কড়াকড়ি আরোপের সমালোচনা করে আসছে দেশটির নাগরিক অধিকার সংগঠনগুলো।

অ্যাডভোকেট ফর দি পুওর বলেছে ‘ গৃহহীনতার সমস্যার কারণে নগরগুলো বর্তমানে সঙ্কটাপন্ন কারণ তারা সমস্যার মূলে না গিয়ে শুধু আইন পাস করে যাচ্ছে।

২০১৩ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২১টি নগর জনসমাগমস্থলে খাবার বিতরণের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে আইন পাস করে। পাশাপাশি আরও দশটি শহরে এই আইন বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ন্যাশনাল কোয়ালিশন ফর দি হোমলেস নামের একটি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।