ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘বর্ধমান বিস্ফোরণের হোতা’ বাংলাদেশি সাজিদ আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
‘বর্ধমান বিস্ফোরণের হোতা’ বাংলাদেশি সাজিদ আটক ছবি: প্রতীকী

ঢাকা: পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনার ‘প্রধান পরিকল্পনাকারী’ সন্দেহে সাজিদ নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (০৮ নভেম্বর) দুপুর ‍আড়াইটা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বিমানবন্দর এলাকা থেকে তাকে বিধাননগর কমিশনারেটর পুলিশ আটক করে।



সাজিদ বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের (জেএমবি) সদস্য। বিস্ফোরণের ঘটনার পর তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

বিধাননগর কমিশনারেটর পুলিশের কমিশনার রাজীব কুমার সাংবাদিকদের জানান, আমরা আজ (০৮ নভেম্বর শনিবার) শেখ রহমতউল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছি। তিনি বাংলাদেশি নাগরিক। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি আসলে বর্ধমান বিস্ফোরণের ঘটনার মূল হোতা সাজিদ।

আটক ব্যক্তি যে বর্ধমান বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত সাজিদ- সে বিষয়টি নিশ্চিত করেছেন বিধাননগরের উপ-কমিশনার (গোয়েন্দা বিভাগ) কঙ্কর প্রসাদ বৌড়িও।

গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে শাকিল আহমেদ ও শোবহান মন্ডল নামে দু’জন নিহত হন। এ ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা থাকার দাবি করে আসছে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।