ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছুরিকাঘাতে সুদান রাষ্ট্রপতির দেহরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
ছুরিকাঘাতে সুদান রাষ্ট্রপতির দেহরক্ষী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ছুরিকাঘাতে সুদানের রাষ্ট্রপতির দুই দেহরক্ষী মারা গেছেন। শনিবার (০৮ নভেম্বর) সুদানের রাজধানী খার্তুমে রাষ্ট্রপতি ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।



রাষ্ট্রপতির মুখপাত্র জানান, হামলার সময় একজন দেহরক্ষীর অস্ত্র জব্দ করে ফেলে ওই ব্যক্তি। তবে এ সময় রাষ্ট্রপতি ওমর আল-বশির রাষ্ট্রপতি ভবনে ছিলেন না।
আক্রমণকারী ওই ব্যক্তি ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানানো হয়েছে সরকারি বিবৃতিতে।

প্রেস সেক্রেটারি ইমাদ আহমেদ বলেন, আক্রমণকারীকে থামতে বলার পরও আত্মসমর্পন না করায় অপর রক্ষী তাকে গুলি করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।