ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর মন্ত্রিসভায় আরো ২১ নতুন মুখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
মোদীর মন্ত্রিসভায় আরো ২১ নতুন মুখ

ঢাকা: পাঁচ মাস পর ভারতে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। মন্ত্রিসভায় নতুন মুখ হিসাবে কারা আসছেন এ নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম ছিলো দিল্লির রাজনীতি।

অবশেষে রোববার (৯ নভেম্বর) দুপুর দেড়টায় মন্ত্রিসভার ২১ নতুন সদস্যদের নাম ঘোষণা করা হলো।

এরমধ্যে চারজন পূর্ণমন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৪ জন প্রতিমন্ত্রী।

পূর্ণমন্ত্রী হলেন- মনোহর পারিক্কর, জগত প্রতাপ নড্ডা, সুরেশ প্রভাকর প্রভূ, চৌধুরী  বিরেন্দ্র সিং।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী- রাজীব প্রতাপ রোডি, বান্দারো দত্তাত্রেয়, ড. মহেশ শর্মা।  

প্রতিমন্ত্রী হলেন- মোক্তার আব্বাস নকভি, মোহনভাই কুণ্ডারিয়া, হাংসরাজ গঙ্গারাম আহির, গিরিরাজ সিং, রামকৃপাল যাদব, হরিভাই চৌধুরী, সাওঁরলাল জাট,
প্রফেসর ড. রামশংকর কাঠেরিয়া, ওয়াই এস চৌধুরী, জয়ন্ত সিনহা, বাবুল সুপ্রিয়, রাজ্যবর্ধন সিং রাঠোর, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বিজয় সাম্পলা।

মন্ত্রিসভার নতুন সদস্যরা দুপুরে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

পাঁচ মাস আগে ‘ন্যূনতম সরকার আর সর্বোচ্চ প্রশাসন’ নিয়ে যাত্রা শুরু করে মোদী সরকার। তখন মন্ত্রিসভার সদস্য ছিলো মাত্র ১৬ জন। রোববার এর সঙ্গে যুক্ত হলো আরো ২১ জন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নতুন সদস্যদের সকালে তার সরকারি বাসভবনে চা-চক্রে ডাকেন।

মন্ত্রিসভা সম্প্রসারণে বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী মহারাষ্ট্রের শিবসেনার অংশ নেওয়ার কথা থাকলেও তারা শেষ পর্যন্ত মন্ত্রিসভায় অংশ নেননি।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।