ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গা নির্যাতন

মায়ানমারকে সতর্ক করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
মায়ানমারকে সতর্ক করলেন ওবামা ছবি : সংগৃহীত

ঢাকা: মায়ানমারের রাখাইন রাজ্যের আদি বাসিন্দা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত দমন নির্যাতনের ঘ্টনায় মায়ানমারকে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি দেশটি ‘সংস্কার’ প্রক্রিয়া থেকে অনেক ক্ষেত্রেই পিছু হটছে উল্লেখ করে এ প্রক্রিয়াকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি।



বৃহস্পতিবার থাইল্যান্ড ভিত্তিক মায়ানমারের একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন বারাক ওবামা। পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে ওবামা এখন মায়ানমারের রাজধানীতে নেইপিতোতে। বুধবার এখানেই শুরু হয়েছে আসিয়ান শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনের সঙ্গে সমন্বয় রেখেই নেইপিতোতে অনুষ্ঠিত হচ্ছে ইস্ট এশিয়া সম্মেলন।

ইরাবতী ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, নতুনত্ব ও সামঞ্জস্য সাধনের দীর্ঘ ও কঠিন পথে বার্মা এখনও প্রাথমিক পর্যায়ে।

উল্লেখ্য, মায়ানমারকে এখনও বার্মা বলে অভিহিত করে থাকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব।

ওবামা বলেন, সংস্কার প্রক্রিয়া শুরু হওয়ার পর বেশ কিছু খাতে সরকার উন্নতি করলেও অনেক ক্ষেত্রেই সংস্কারের গতি শ্লথ হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এর গতি পশ্চাদমুখী বলেও উল্লেখ করেন ওবামা। এ প্রসঙ্গে তিনি টেনে নিয়ে আসেন, বাক স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন এবং রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিষয়টি।

বৃহস্পতিবার রাতে মায়ানমারের প্রেসিডেন্ট থেন সেইনের সঙ্গে বৈঠক করবেন ওবামা। এছাড়া ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান ডাং এবং মায়ানমারের পার্লামেন্ট সদস্য ও নাগরিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন ওবামা।

দেশটিতে ওবামার এটি দ্বিতীয় সফর। ২০১২ সালের নভেম্বরে প্রথম মায়ানমার সফরে এসেছিলেন তিনি। সেটাই ছিলো দেশটিতে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর।

থেন সেইনের সঙ্গে ওবামার বৈঠক হচ্ছে ‘ইস্ট এশিয়া’ সম্মেলনের সাইড লাইনে। আসিয়ান দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং নিউজিল্যান্ডও এই ইস্ট এশিয়া ফোরামের সদস্য।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।