ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলিতে মিশরীয় দূতাবাসে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
ত্রিপোলিতে মিশরীয় দূতাবাসে বোমা বিস্ফোরণ

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মিশরীয় দূতাবাসে বোমা বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।



লিবিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণের পরপরই একই ধরনের আরও একটি গাড়িকে পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের বাইরে।   তবে ওই গাড়ি বোমা কেন বিস্ফোরিত হয়নি তা এখনও পরিস্কার নয়।

গৃহযুদ্ধে সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের তিন বছর পেরিয়ে গেলেও স্থিতিশীল হচ্ছে না লিবিয়া। বিভিন্ন সশস্ত্র গ্রুপ তেলসমৃদ্ধ দেশটিতে নিজেদের প্রভাব ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত।

লড়াইয়ের কারণে রাজধানী ত্রিপোলির অধিকাংশ দূতাবাস ও কূটনৈতিক মিশন মাসব্যাপী বন্ধ রয়েছে।

এদিকে কয়েক মাস আগে রাজধানী ত্রিপোলি দখল করে নিজস্ব সরকার ও পার্লামেন্ট গঠন করেছে ইসলামপন্থি সশস্ত্র গ্রুপগুলোর একটি জোট। ত্রিপোলি থেকে বিতাড়িত হয়ে বর্তমানে মিশর সীমান্ত সংলগ্ন তবরুক শহর থেকে কার্যক্রম চালাচ্ছেন পশ্চিমা বিশ্বের স্বীকৃতি প্রাপ্ত লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল থানি। তাকে সমর্থন দিচ্ছে সাবেক জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী।

অপরদিকে খলিফা হাফতারকে সমর্থন দেয়ার জন্য মিশরকে অভিযুক্ত করে আসছে ইসলামপন্থিরা।

বেনগাজী থেকে ইসলামপন্থিদের হটিয়ে দেয়ার লড়াইয়ে তিনি মিশরীয় বিমানবাহিনীর সহায়তা পেয়েছিলেন বলে অভিযোগ করেছে ত্রিপোলির ইসলামপন্থি সরকার।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।