ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৫০ ফুট উঁচু মগডালে ৪ বছরের পুঁচকে!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
৫০ ফুট উঁচু মগডালে ৪ বছরের পুঁচকে! ছবি: সংগৃহীত

ঢাকা: বাবা-মা গেছেন কর্মস্থলে, দাদি ব্যস্ত গৃহস্থালির কাছে। আর দুই ভাইয়ের সঙ্গে খেলছিল চার বছরের পুঁচকে পারকার ক্লার্ক।



খেলতে খেলতে হঠাৎই আকাশছোঁয়ার অভিযানের ভূত চাপলো পারকারসহ দুই ভাইয়ের মাথায়। ব্যস, অপরজনকে নিচে রেখেই দু’জনে পা বাড়ালো অভিযানে।

তবে পাহাড়-পর্বত হয়ে নয়, একটি গাছে চড়েই এ অভিযানে নাম লেখালো পুঁচকে দু‘ভাই !

কিন্তু যখনই গাছের ৫০ ফুট উঁচুর মগডালে উঠে পড়া দুই ভাইয়ের অভিযানের খবরটি জানাজানি হয়ে গেল, তখনই হইচই পড়ে গেল।

পারকারসহ দুই ভাই অনেক উঁচুতে উঠে যাওয়ার কারণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গাছের নিচে দাঁড়িয়ে রইলো অপর ভাইটি। খবর পেয়ে গাছের নিচে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলেন দাদি বারবারা ডাওসে। তার চিৎকারে বড় ভাই নেমে পড়লেও আটকে গেল ‘ক্ষুদে সাহসী’ পারকার।

এবার চিৎকার-চেঁচামেচি আরও বেড়ে গেল। বারবারা ও তার দুই নাতির চিৎকারে স্থানীয় লোকজন এলেন। বারবারা খবর দিলেন ফায়ার সার্ভিসে। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজনও ঠিকসময়ে পৌঁছাতে পারছিল না।

এর মধ্যেই অপর উদ্ধারকারী দল এসে প্রায় দুই ঘণ্টা পর ৫০ ফুট উঁচু থেকে পারকারকে উদ্ধার করে।

উদ্ধারকারী দল জানিয়েছে, এতো বড় কাণ্ড ঘটালেও পারকার কোনো ধরনের আঘাত পায়নি। তাকে অক্ষত অবস্থায়ই উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।