ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেইজিংয়ে নামতে দেওয়া হলো না হংকংয়ের বিক্ষোভকারীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
বেইজিংয়ে নামতে দেওয়া হলো না হংকংয়ের বিক্ষোভকারীদের ছবি : সংগৃহীত

ঢাকা: চীনের বেইজিংয়ে নামতে দেওয়া হলো না হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের তিন নেতাকে। শনিবার তারা হংকং থেকে চীনের উদ্দেশে রওয়ানা হন।

কিন্তু তাদের বহনকারী প্লেনটি বেইজিংয়ে অবতরণ করতে চাইলে তাতে বাধা দেওয়া হয়।

ওই তিনজন হংকংয়ের গণতন্ত্র নিয়ে চীনের শীর্ষস্থানীয় রাজনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু প্লেনের ওঠার পর জানিয়ে দেওয়া হয় তাদের ‘ট্রাভেল পারমিট’ অবৈধ।

চীনের বাহুবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন ও অবাধ নির্বাচনের জন্য হংকংয়ে গত সেপ্টেম্বর থেকে বিক্ষোভ হচ্ছে। আন্দোলনকারীরা রাস্তায় ক্যাম্প গেড়ে অবস্থান করছে। বেশ কয়েকবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।