ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নওয়াজের সঙ্গে আইএসআই প্রধানের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
নওয়াজের সঙ্গে আইএসআই প্রধানের সাক্ষাৎ নওয়াজ শরিফ / লে. জেনারেল রিজওয়ান আখতার

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর নতুন মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল রিজওয়ান আখতার।

শনিবার (১৫ নভেম্বর) সকালে পাক প্রধানমন্ত্রী ও আইএসআই ডিজির মধ্যে এ বৈঠক হয়।



ডন অনলাইনের খবরে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের পরিস্থিতি ও পাক-আফগান সীমান্তে সন্ত্রাসী হামলা বন্ধে আইএসআইয়ের ভূমিকা বিষয়ে নওয়াজ শরিফ ও রিজওয়ান আখতারের মধ্যে আলোচনা হয়েছে।

শুক্রবার (০৭ নভেম্বর) আইএসআই এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন রিজওয়ান আখতার। তিনি লে. জেনারেল জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।