ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সরানো হচ্ছে এমএইচ১৭’র ধ্বংসাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
সরানো হচ্ছে এমএইচ১৭’র ধ্বংসাবশেষ

ঢাকা: তিন মাস পর ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ১৭ এর ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু হয়েছে।

ডাচ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

নিহত ২৯৮ যাত্রীর বেশিরভাগই নেদারল্যান্ডের এবং ডাচ সরকার এর তদন্তের দায়িত্ব নিয়েছে।

গত জুলাইয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে নেদারল্যান্ডের আমস্টারডাম যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।   পশ্চিমাদের দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলে তৎপর রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের ক্ষেপণাস্ত্র হামলায় প্লেনটি বিধ্বস্ত হয়।

অন্যদিকে শুরু থেকে রাশিয়া এমন দাবি নাকচ করে আসছে। এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা এখনও চলছে। রাশিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জি-২০ সম্মেলনে ইউক্রেন নিয়ে কঠিন চাপে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিবিসির খবরে বলা হয়, ধ্বংসাবশেষ সরানোর পর সেগুলো তদন্তের জন্য নেদারল্যান্ডের কাছে হস্তান্তর করা হবে। এতোদিন বিধ্বস্ত হওয়া এলাকায় বিদ্রোহীদের বাধায় কেউ প্রবেশ করতে পারেনি।

দ্য ডাচ সেফটি বোর্ড জানায়, ধ্বংসাবশেষ সরানোর কাজ শেষ হতে বেশ কয়েকদিন লাগবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।