ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রয়োজনে মার্কিন পদক্ষেপের সামরিক জবাব: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০
প্রয়োজনে মার্কিন পদক্ষেপের সামরিক জবাব: উত্তর কোরিয়া

হ্যানয়: মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক জবাব দেওয়া হবে। উত্তর কোরিয়া শুক্রবার এঘোষণা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবির ঘটনায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর এ হুমকি দিলো দেশটি। খবর এএফপি’র।    

উত্তর কোরিয়ার মুখপাত্র রি টং ইল বলেন, “যুক্তরাষ্ট্রের আরোপিত যেকোন পদক্ষেপের সামরিক জবাব দেওয়া হবে। ১৯ শতকের বলপ্রয়োগের রাজনীতি এখন অচল। ”

ইল বর্তমানে আসিয়ান আঞ্চলিক সন্মেলন উপলক্ষে উত্তর কোরীয় প্রতিনিধিদলের সঙ্গে ভিয়েতনামের রাজধানি হ্যানয়ে আছেন।

একইসঙ্গে পিয়ংইয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বলে সাংবাদিকদের বলেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন বুধবার সিউলে উত্তর কোরিয়ার উপর নতুন এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

এদিকে শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক ও উগ্র আচরণের অভিযোগ তুলেন কিনটন। একইসঙ্গে মার্চে দক্ষিণের যুদ্ধ জাহাজ চিওনান ডুবির ঘটনায় দেশটির ৪৬ জন নাবিকের মৃত্যুর ঘটনার জন্যও উত্তর কোরিয়াকে দোষারোপ করেন তিনি।

উল্লেখ্য, উত্তর কোরিয়াকে চাপে রাখার জন্য রোববার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ নৌ মহড়ার ঘোষণা শুরু করতে যাচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।